আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহের আলালপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক ও সুপার ভাইজার আটক
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
নিজস্ব সংবাদদাতা
একই পরিবারের ৩ জনসহ ময়মনসিংহের আলালপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপার ভাইজার জাফর মিয়া জনি (৪২)কে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঝিনাইগাতি সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইগাতি থানা পুলিশ তাদের আটক করে।
আটক সিরাজুল শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার আহসান হাবিব চানের ছেলে ও জনি চাপাতলী এলাকার আনিছুর রহমানের ছেলে।
জানা যায়, ঝিনাইগাতি থানার ওসি বছির আহমেদ বাদল দুর্ঘটনার পর খবর পেয়ে আদিল সরকার বাসের চালক ও সুপার ভাইজারকে ধরতে অভিযান শুরু করেন। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.