আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এসএসসি ও সমমান শিক্ষার্থীদের পরীক্ষা : ফুলপুরে পরীক্ষার্থী ৩২২৬ জন
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরেও শুরু হচ্ছে এসএসসি ও সমমান শিক্ষার্থীদের পরীক্ষা ২০২৪। বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সকল কেন্দ্র থেকে শুরু হচ্ছে এসব পরীক্ষা।
ফুলপুরে মোট ৪টি কেন্দ্র থেকে এসএসসি ও ভোকেশনাল এবং ১টি কেন্দ্র থেকে মাদরাসা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট ৫টি কেন্দ্র থেকে এসব পরীক্ষা নেওয়া হবে। এছাড়া একই দিন ফাযিল ১ম ও ৩য় বর্ষের চূড়ান্ত পর্ব পরীক্ষাও বেলা ২টা থেকে শুরু হচ্ছে।
ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থী ৮৩৭ জন ও ভোকেশনাল ৮৫ জন, ফুলপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থী ৪২৩ জন ও ভোকেশনাল ২৩৪ জন, বওলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থী ৫৪৯ জন ও পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪৯৮ জন এসএসসি পরীক্ষার্থী এবার চূড়ান্ত পর্ব পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া কাজিয়াকান্দা কামিল মাদরাসা কেন্দ্র থেকে ৬০০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। সবমিলিয়ে উপজেলায় এবার ৩২২৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর ৫টি মাদরাসার ফাযিল ১ম ও ৩য় বর্ষের মোট ৪৪৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্ব পরীক্ষা ২০২৪ বেলা ২টায় কাজিয়াকান্দা কামিল মাদরাসা কেন্দ্রে শুরু হচ্ছে। ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্র কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও ফুলপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর জানান, এ পরীক্ষাকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পরীক্ষার্থীসহ সকলের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়াসহ কেন্দ্র পাহারায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আল্লাহর রহমতে কোন সমস্যা হবে না।
* ছবি অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.