আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) মাদরাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামে মাদরাসায়ে সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) হিফজখানায় হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে বয়ান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মাদরাসা ময়দানে ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন দামাত বারাকাতুহুম। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন কাতুলি ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন ফুলপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা একেএম জালাল উদ্দিন ও জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার মুহতামিম মুফতি দেলোয়ার হোসেন আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নান্দাইলের পীর মাওলানা আব্দুল কুদ্দুছ দামাত বারাকাতুহুম।
ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পী ফজলে এলাহী সাকিব, মারুফ হাসান বেলাল, ফয়জুল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, কিশোর শিল্পী ওসমান গণি, তানজিল রহমান ও সোহাইল মাহমুদ। ক্বেরাত পরিবেশন করবেন ক্বারী রাকিবুল হাসান। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন মাওলানা রিয়াজুল হাসান হৃদয়।
এছাড়া আরও ২৫ জন আমন্ত্রিত ওলানায়ে কেরাম এতে বয়ান করবেন। মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব মনির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা একেএম জালাল উদ্দিন ও মাদরাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ আল মাসুক সকলকে যিকিরের সাথে দলে দলে এ অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.