আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভালুকায় সড়ক দুর্ঘটনায় এসআই মনিরুজ্জামান নিহত
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘ'টনায় এসআই মনিরুজ্জামান নিহত হয়েছেন। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ থেকে সাক্ষী দিয়ে ময়মনসিংহে তার কর্মস্থলে ফেরার পথে রাত সোয়া ৬টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা নামক স্থানে এসে পৌঁছলে একটি ট্রাক তার মাইক্রোবাসকে চাপা দেয়। পরে তার গাড়ি রাস্তার পাশে ফিশারীতে পড়ে যায় এবং তার মাথা কাদার মধ্যে ঢুকে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, এসআই মনিরুজ্জামান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশ অঙ্গণে এক শোকের ছায়া নেমে আসে। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ তারা তার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.