আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ২০২৩ সনের সেরা পুরষ্কার পেলো সাহাপুর কমিউনিটি ক্লিনিক
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে স্বাস্থ্য খাতে কাজের মানদণ্ড বিবেচনায় ২০২৩ সনের সেরা পুরষ্কার পেলো সাহাপুর কমিউনিটি ক্লিনিক।
আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ ঘোষণা দেওয়া হয় এবং ওই কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি তাসলিমা আক্তারকে প্রথম স্থান অর্জনকারী হিসেবে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। আর দ্বিতীয় হয়েছেন হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সিএইচসিপি মো. মেহেদী হাসান আর তৃতীয় হয়েছেন বরইকান্দি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সিএইচসিপি মাস্তুরা বিশ্বাস। এ অর্জনের জন্য তাদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির। এসময় আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম সিয়ামসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ৩৮টি কমিউনিটি ক্লিনিক মানুষকে সেবা দিচ্ছে। তাদের মধ্যে ৩টি ক্লিনিক পুরষ্কার পেলো।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.