আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চলে গেলেন বীরাঙ্গনা সুরবালা সিং
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
চলে গেলেন বহুল আলোচিত বীরাঙ্গনা সুরবালা সিং। রবিবার (২৮ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে নিজ বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাখাই গ্রামে তিনি পরলোক গমন করেন।
জানা যায়, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী কর্তৃক তিনি নির্মম অত্যাচার, জুলুম ও গণধর্ষণের শিকার হয়েছেন। তখন বলতে গেলে সব কিছুই তিনি হারিয়েছেন। সব হারিয়ে নিঃস্ব জীবন যাপন করেছেন সুরবালা।
তার ভাল নাম সুরবালা রাণী ওরফে সুরবালা সিং থাকলেও তিনি সরিষা ভাঙিয়ে বা মানুষের ধান ক্ষেতে ধান কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন বলে লোকেরা তাকে সরিষা ভাঙ্গানী বা ধানকুড়ানী নামে ডাকতো। বীরমাতা বীরাঙ্গনা সুরবালা রাণী ওরফে সুরবালা সিং আমাদের মাঝে ইতিহাস হয়ে রইলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ২ মেয়ে ও নাত নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকালে তাঁর সৎকার হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ফুলপুর সাংবাদিক সমিতি ও ফুলপুর প্রেসক্লাবসহ সুধীমহল।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.