আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দূরত্ব রাখলে দূরত্ব বাড়বে, কাছে বসলে আত্মীয়তা বাড়বে, আমি চাই আত্মীয় হতে — এমপি সায়েম
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম বলেন, আপনি দূরত্ব রাখলে দূরত্ব বাড়বে। আপনি আমার কাছে এসে বসলে আত্মীয়তা বাড়বে। এখানে দুইটা জিনিস আপনার কাছে। এখন আপনি কোনটা করবেন? আত্মীয়তা করবেন? নাকি দূরত্ব বাড়াবেন? আমি চাই আত্মীয় হতে। এসময় বুকে হাত স্পর্শ করে তিনি তিনবার বলেন, আত্মীয়, আত্মীয়, আত্মীয়। আত্মার সম্পর্ক যাকে বলা হয়। আমি সেই আত্মীয় হতে চাই। বুধবার (২৪ জানুয়ারি) বাদ আসর হালুয়াঘাটের ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল মাদরাসা মসজিদে উলামায়ে কেরামের পক্ষ থেকে তার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি বলেন, বিগত দিনে এ এলাকার মসজিদ মাদরাসাগুলো তাদের ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছে। এখন ইনশাআল্লাহ কেউ যাতে আর বঞ্চিত না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। একটা কাউন্সিল করে আমরা ভাগ করে দিয়েছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠানে কোন কিছু লাগলে নির্দিষ্ট একজনের কথা বলে দিয়েছি, তার কাছে দরখাস্ত জমা দিবেন। হালুয়াঘাটে মসজিদ মাদরাসার জন্য কোন টিউবওয়েল বা ৫০ হাজার, ১ লাখ টাকা দরকার পড়লে, কোন কাজ করাতে চাইলে মাঝিয়াইল মাদরাসার মুহতামিম হুজুরের সাথে যোগাযোগ করবেন। উনার নিকট দরখাস্ত জমা দিবেন। উনি এগুলো যাচাই বাছাই করে দেখবেন, সঠিক আছে কি না, প্রকৃতপক্ষে যা চেয়েছেন তা পাওয়ার যোগ্য কি না; যাচাই করে তিনি আমার কাছে পাঠালে আপনাদের জন্য নির্দিষ্ট যে বরাদ্দ রয়েছে তা থেকে আপনাদেরকে সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া হবে। আমার এ মেসেজটা যারা এখানে নেই তাদের নিকট পৌঁছে দিবেন। সবাই যাতে তার ন্যায্য অধিকার পায়, বঞ্চিত না হয় সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা মুহতামিম মাওলানা নূর হুসাইন হুজুরের নিকট আসবেন তিনি প্রায়োরিটি বেসিসে আমার কাছে পাঠাবেন। বরাদ্দ অনুসারে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা দিবো।
এসময় মাঝিয়াইল মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি পীরে কামিল মাওলানা নূর হুসাইন, বড়বন মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আনোয়ারুল হক, ইত্তেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল হুদা, মাঝিয়াইল মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা নজরুল ইসলাম, ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈম, মাঝিয়াইল মাদরাসার উস্তাদ মাওলানা রফিকুল ইসলাম, ডোবারপাড় মাদরাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, ধারা বাজার ধানহাটা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, শাকুয়াই বাজার মসজিদের ইমাম মাওলানা আমজাদ হুসাইন, দৈনিক ইত্তেফাকের হালুয়াঘাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠের হালুয়াঘাট প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু, পল্লী প্রদীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়জুর রহমান খুশু, হালুয়াঘাট উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ইত্তেফাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.