আজ
|| ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে ফুলপুরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কোর্ট ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এর আগে ফুলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস ও এনসিপিসহ ১০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকরা কোর্ট ভবন এলাকায় এসে জমা হন।

তারপর উপজেলা পরিষদের গেট হয়ে গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা মোড়, হাসপাতাল ও বালিয়া মোড় হয়ে মুসলিম হোটেলের সামনে গিয়ে মিছিলটি একটি পথসভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহ (রিকশা), ১০ দলীয় ঐক্য জোট সমর্থিত জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা (যিনি দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ছিলেন) আনোয়ার হাসান সুজন, এনসিপি নেতা (যিনি শাপলা কলি প্রতীকের প্রার্থী ছিলেন) ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, খেলাফত মজলিস নেতা (যিনি হাতঘড়ি প্রতীকের প্রার্থী ছিলেন) মাওলানা শেখ মতিউর রহমান,

বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ তারাকান্দা শাখার আমীর আব্দুল হান্নান প্রমুখ। রিকশা প্রতীকের প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক ফুলপুর তারাকান্দা গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.