আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোতাহার হোসেন তালুকদারের ধানের শীষের পক্ষে নির্বাচনি লিফলেট বিতরণ করলেন জমিয়তে উলামায়ে ইসলামের ময়মনসিংহ জেলা ও ফুলপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইনের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা ও গোল চত্বর এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারসহ ময়মনসিংহ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল বাকি,

ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিব বিন ইউসুফী, সাংগঠনিক সম্পাদক হাফেজ কেফায়াতুল্লাহ, যুব জমিয়তের সভাপতি মুফতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফেজ তাসলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.