আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায়
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ট্রাফিক আইন ও আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে মোটরসাইকেল জব্দ ও ৮টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পুলিশ সদস্যরা মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। বিশেষভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, হাইড্রোলিক হর্ণ ব্যবহার এবং অতিরিক্ত গতিতে চলাচলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ফুলপুরের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ফুলপুর থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.