আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে পীর সাহেব চরমোনাইর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ -মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া (হাতপাখা)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফুলপুর হাসপাতাল সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সম্মেলন থেকে তিনি এ প্রচার কার্যক্রম শুরু করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মুস্তাক্বীম আল মান্নানের সঞ্চালনায় মুফতী গোলাম মাওলা ভূঁইয়া বলেন, আলহামদুলিল্লাহ, এর আগেও দুটি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে আমি নির্বাচন করেছি। তখন আমি নবীন ছিলাম, আমার পরিচিতিও কম ছিল। এখন আমাকে কেউ চিনে না এমন নেই। তিনি তার গ্রামের বাড়ির পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে বলেন, এবারও যারা নির্বাচনে অংশ নিয়েছেন কারো চেয়ে শিক্ষাগত যোগ্যতা বা ক্লিন ইমেজের দিক থেকে আমি কম নই।

আল্লাহর রহমতে এমন কোন ত্রুটি বা দোষের সাথে জড়িত নই, যে কারণে আমাকে ভোট দেওয়া যাবে না। এর আগে পীর সাহেব চরমোনাই কেন ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমঝোতা থেকে বের হয়ে আসলেন তিনি এর ব্যাখ্যা প্রদান করেন এবং গর্ব করে বলেন, বাংলাদেশে একমাত্র ইসলামী দল 'ইসলামী আন্দোলন বাংলাদেশ'ই আছে, যারা শুধুই বাংলাদেশে ইসলাম কায়েম বা শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন করছে।
মুফতী গোলাম মাওলা ভূঁইয়া বলেন, সাংবাদিক ভাইয়েরা ইতোপূর্বেও আমাকে নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করেছেন। আশা করি আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বেশ কয়েকজন বক্তব্য দেন। সিনিয়র সাংবাদিক নুরুল আমিন বলেন, আমরা বিগত দিনে যেভাবে একজন প্রার্থী হিসেবে আপনাকে মূল্যায়ন করে নিউজ করেছি আগামী দিনেও এর ব্যত্যয় ঘটবে না।

এসময় সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, মোস্তফা খান, মিজানুর রহমান আকন্দ, সেলিম রানা, মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, সহ-সভাপতি গোলাম শফি ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ক্বারী শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সাকিবুল হাসান মুজাহিদ, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হুদা, সহ-সভাপতি জুনাঈদ আহমেদ ফুলপুরী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল আনসারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ আকন্দ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.