আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ময়মনসিংহ -২ (ফুলপুর-তারাকান্দা) আসনে কেন্দ্রীয় নির্দেশে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আনোয়ার হাসান সুজন ও খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ। তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন এ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমঝোতার একক প্রার্থী চূড়ান্ত হলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীকের প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ। এ ব্যাপারে মুফতী মোহাম্মদুল্লাহর অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সুজন ভাই ও মতি ভাইকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ। জামাত নেতা আনোয়ার হাসান সুজন ও খেলাফত মজলিস নেতা মাওলানা মতিউর রহমান শেখও একই রকম অভিব্যক্তি প্রকাশ করেন। তারা বলেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেকই আমরা সবকিছু করবো, ইনশাআল্লাহ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.