আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম মোঃ আব্দুল ওয়াদুদ আর নেই। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আব্দুল ওয়াদুদ উপজেলার পয়ারী ইউনিয়নের আশি পাঁচ কাহনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, তিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। তার বিবি সাহেবও বাংলাদেশ ব্যাংকে উচ্চ পদে কর্মরত আছেন। উনার আব্বা মরহুম আব্দুল মজিদ অত্যন্ত দীনদার তাবলীগী মানুষ ছিলেন। আলেম উলামাদের ভালবাসতেন। আব্দুল ওয়াদুদ এতবড় অফিসার থাকলেও কারো সাথে তিনি কখনো অফিসারি ভাব দেখাননি বরং খুবই আপনজনের মত ব্যবহার করতেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক ও পরিবারের সদস্যদের এ শোক সইবার তাওফীক দান করুক।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.