আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে মহসীন উল্লাহ খান (২৮) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
এসআই আলমগীর কবির ও এসআই মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার দশ মাইল বাজারের রুবেল মিয়ার ইলেকট্রিক ও ওয়েল্ডিং দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়। আটক মহসীন উল্লাহ্ খান ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ি গ্রামের আবু সাঈদ নূর খান ও শামীমা আক্তারের ছেলে। মহসীন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে জানায় পুলিশ এবং তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, আসামি মহসীন উল্লাহ খানের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.