মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ‘জেলা প্রশাসন, ময়মনসিংহ’ নামীয় ফেসবুক পেজ-এ পোস্ট দিয়ে জানান, আজ ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র ফেসবুক পেজ থেকে নিম্নোক্ত অসত্য সংবাদটি শেয়ার করা হয়েছে। সংবাদটি হুবহু তুলে ধরা হলো-
“ময়মনসিংহ জেলার ১৩ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। ধন্যবাদ”
প্রকৃত পক্ষে এইরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আজ ০৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ চলমান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে যথারীতি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাশেম সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। সভায় আরো সিদ্ধান্ত হয় আগামীকাল ০৪/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে পরীক্ষার রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ ০৩/১২/২০২৫ তারিখের পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আজ ৩.১২.২৫ ময়মনসিংহ জেলার ২১৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বার্ষিক পরীক্ষা নিয়েছে ১৮৪০ টি এবং পরীক্ষা নেয়নি ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোন ধরণের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধ করা হলো।