রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ :
“জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই উন্নয়নের মাধ্যমে”— বললেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
তিনি বলেন, “ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার তরুণেরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত আর চিকিৎসাসেবার মানও তেমন উন্নত নয়। জনগণ আমাকে সুযোগ দিলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করব।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (৯ নভেম্বর) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মাজেদ বাবু।
তিনি আরও বলেন, “দল আমার প্রতি আস্থা রেখে মনোনয়ন দিয়েছে। এজন্য আমি আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।”
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্যসচিব নুরে আলম জিকু। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।
বেলা ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা কলেজ মাঠে সমবেত হন। লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।