মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া মোড় সংলগ্ন মজিবরের দোকান থেকে কাঁকড়া মধ্যপাড়া জামে মসজিদ পর্যন্ত আনুমানিক ১ কিলোমিটার কাঁচা রাস্তায় মাটি ভরাটের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। ওই রাস্তার পাশে কাঁকড়া ইবতেদায়ী মাদরাসা, ভোট কেন্দ্র ও গুচ্ছ গ্রামসহ ফুলপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজের বাড়ি অবস্থিত।
খরিয়া নদীর পাড় সংলগ্ন এ রাস্তাটির দুই পাশে বহু পরিবার বসবাস করেন। একটি ঘনবসতিপূর্ণ এলাকা এটি। এই রাস্তাটির পাশে একটি ইবতেদায়ী মাদরাসা রয়েছে এবং মাদরাসাটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই ভোট কেন্দ্রটিতে কোন সরকারি বা বেসরকারি গাড়ি যাওয়ার রাস্তা নেই। নগুয়া যাওয়ার পাকা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে অফিসারদের পায়ে হেঁটে ভোট বাক্স বা যন্ত্রপাতি সবকিছু হাতে বা মাথায় নিয়ে যেতে হয়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও কাঁকড়াবাসী তাদের চলাচলের এ রাস্তাটিতে মাটি ভরাট দেখতে পাননি। একটুখানি বৃষ্টি হলে বৃদ্ধ অসুস্থ মানুষ তো দূরে থাক যুবকদের জন্যেও চলাচল কষ্টকর হয়ে যায়। মসজিদে যেতে পারেন না মুরুব্বিরা। গুচ্ছ গ্রামের মানুষগুলোও এ কষ্টে রয়েছেন। এক বস্তা ধান চাল নিলেও মাথায় করে নিতে হয়। রাস্তায় মাটি ভরাট না থাকায় ওই দিক দিয়ে কোন একটি রিকশা বা ভ্যান গাড়িও চলে না।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ঘনবসতি এলাকা। বহু লোক ওই দিক দিয়ে চলাচল করে থাকেন। রাস্তাটিতে গর্ত আছে। কোন কোন জায়গায় গাছগাছালি রয়েছে। কোথাও চিপা। কোথাও প্রশস্ত। ইতোমধ্যে ওখানে একটি কালভার্টও নির্মাণ করা হয়েছে। সবমিলিয়ে এমন একটা অবস্থা যে পায়ে হেঁটে চলা যায় কিন্তু কোন রিকশা বা ঠেলা গাড়িও যাওয়া সম্ভব নয়। অথচ রাস্তাটি গুরুত্বপূর্ণ। এর উন্নয়ন দরকার। এতে মাটি ভরাট করা হলে ভোট কেন্দ্রে গাড়ি ঢুকবে। তাই বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে রাস্তাটিতে মাটি ভরাটের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন ওখানের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মজিদ, পল্লী চিকিৎসক আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, বাচ্চু মিয়া, দুলাল মিয়া, মোহাম্মদ, চানু মিয়া, আব্দুল জলিল, মিরাজ আলী, হারুন, জামাল, রফিকুল ও জবেদ আলীসহ এলাকাবাসী অনেকে।