মো. আব্দুল মান্নান :
জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সহকারী সেক্রেটারি ও ময়মনসিংহ শহর শাখার সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হাসান সুজনকে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে এমপি পদে দাঁড়ি পাল্লা প্রতীকে নির্বাচন করার জন্য নতুন প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। সুজন ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের শাহেদ আলী মাস্টারের কনিষ্ঠ পুত্র ও ফুলপুর সরকারি কলেজের শিক্ষক মোবারক হোসেন ডনের ছোট ভাই।
এর আগে এই আসনে কারা নির্যাতিত জামায়াত নেতা মাহবুব মন্ডলকে এমপি পদে নির্বাচন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আইনি জটিলতায় তাকে প্রত্যাহার করা হয়। জানা যায়, সুজন খুবই ভালো মানুষ। তিনি জামায়াতের পরীক্ষিত নেতা। তার নাম ঘোষণার পর দলে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। উৎসাহ উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। ফুলপুর পৌর জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম বলেন, দল আনোয়ার হাসান সুজন ভাইকে এমপি পদে মনোনীত করায় আমরা আনন্দিত ও আশাবাদী। তাকে নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল ঘরে তুলতে পারবো বলে আমাদের বিশ্বাস।