আজ
|| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বিএনপির মনোনয়ন পেয়ে গ্রুপিং ও ক্ষোভ কমাতে বাসায় বাসায় যাচ্ছেন মোতাহার
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
৩ নভেম্বর দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এসময় মোতাহার ওমরাহ উপলক্ষে সৌদি আরবে ছিলেন।
সেখান থেকে ফিরে আজ বুধবার প্রথমে তিনি জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় যান এবং পীরে কামেল হযরত মাওলানা আল্লামা গিয়াছ উদ্দিন পাঠান রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করেন।
তারপর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতির ছোট চাচা আবুল হাসেম হাসুর জানাজায় অংশ নেন মোতাহার হোসেন তালুকদার।
এরপর তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বৃহত্তর ফুলপুর বিএনপির সাবেক সভাপতি এড. সৈয়দ এনায়েত উর রহমানের বাসায় যান। তারপর যান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দের বাসায়। উভয়ের সাথেই তিনি আন্তরিক পরিবেশে কথা বলেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.