মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে কোর্ট ভবন সংলগ্ন স্থানে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হামদ, নাত, কেরাত, কবিতা, রচনা, আযান ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান।

এসময় ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম, মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান জলিল, কারী ফজলুল হক, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।