মোঃ আব্দুল মান্নান :
সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের ক্লাসমেট ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামীলীগের প্রবীণ নেতা সাবেক এমপি ভাষা সৈনিক মরহুম এম শামসুল হকের সহচর আবু আলী ফকির আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ খাগডহরে নিজ বাসায় বসবাস করে আসছিলেন। আজ রবিবার (২ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা বাদ ইশা তালতলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় জানাজা আগামীকাল সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ফুলপুর উপজেলার কাড়াহা বাবুল মিয়ার রাইস মিলে অনুষ্ঠিত হবে।
মরহুমের কথা মনে পড়ে। উনার বাসায় যাওয়া হয়েছে। একটি সাক্ষাৎকার পত্রিকায় ছাপা হয়েছিল। শিরোনামটা সম্ভবত: ‘মুক্তিযু্দ্ধের স্বীকৃতি চান সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ক্লাসমেট আবু আলী ফকির’। তখন উনার সাথে অনেক কথা হয়েছে। তিনি আমাদের অনেক আপ্যায়ন করেছিলেন। আল্লাহ তায়ালা উনাকে জাযায়ে খায়ের দান করুক। জান্নাতে আলা মাক্বাম দান করুক।