অনলাইন ডেস্ক :
ময়মনসিংহে প্রশাসনের হস্তক্ষেপে অনির্দিষ্টকালের জন্য জামিয়া ফয়জুর রহমান ছুটি ঘোষণা করায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
১ নভেম্বর হালুয়াঘাট ও ফুলপুরে নির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যশেষে হেলিকপ্টার ছেড়ে দিয়ে বাই রোডে ময়মনসিংহে যান এবং জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মোমেনশাহী -এর সমসাময়িক বিষয় নিয়ে এক ভিডিও বার্তায় এ উদ্বেগের কথা জানান তিনি।
এর আগে মোমেনশাহীর ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মাদরাসা পরিদর্শন করে মাদরাসার সার্বিক খোঁজখবর নেন তিনি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
প্রশাসনের হস্তক্ষেপে অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের ছুটি ঘোষণার বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কোন মাদরাসায় যদি সমস্যা দেখা দেয়, তা প্রথমে স্থানীয় আলেম সমাজ ও মাদরাসা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। প্রয়োজনে সর্বোচ্চ শিক্ষা বোর্ড হস্তক্ষেপ করতে পারে। কিন্তু প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ অত্যন্ত অনভিপ্রেত ও নিন্দনীয়।’