• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বহরকোণা দারুল উলূম বাবুস সালাম মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্ডারগার্টেন একটি আদর্শ প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা, এনসিপি নেতাসহ আহত ৩ আটক ১ বালিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের ছেলে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আলেমরা এক হলে দেশ চালাবেন তারা — মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা ফুলপুরে ২ অপহৃতকে উদ্ধার ও ৩ অপহরণকারী আটক শেরপুরে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন পাগড়ি পেল খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ক্ষুদে ৫ হাফেজ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে অর্থদণ্ড ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান, বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন অবহেলিত ঈশ্বরগঞ্জে উন্নয়নের ছোঁয়া আনব: বিএনপি মনোনীত প্রার্থী মাজেদ বাবু

মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি হলে ফুলপুর তারাকান্দা হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল — আল্লামা মামুনুল হক

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি হলে ফুলপুর তারাকান্দা হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ফুলপুর তারাকান্দা বাংলাদেশের উন্নয়নের মডেল হবে, ইনশাআল্লাহ। শনিবার (১ নভেম্বর) বিকাল তিনটার দিকে ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতীক হলো রিকশা প্রতীক। আমি আমার প্রিয় ভাই, আপনাদের আস্থাভাজন মুফতি মুহাম্মাদুল্লাহর হাতে রিকশা প্রতীক তুলে দিলাম এবং আপনাদের কাছে তাকে আমানত রেখে গেলাম। আপনারা তাকে আপনাদের প্রতিনিধি হিসেবে কুরআন হাদীসের কথা বলবার জন্য, আপনাদের অধিকার আদায়ের কথা বলবার জন্য জাতীয় সংসদে পাঠাবেন। আপনারা প্রস্তুত আছেন তো? এসময় সমস্বরে উচ্চ স্বরে সবাই ‘হ্যাঁ’ বোধক সম্মতি জ্ঞাপন করেন।
আল্লামা মামুনুল হক বলেন, বিগত ৫৪ বছরে আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি। কখনো আমরা দেখেছি সোনার বাংলাদেশ, কখনো নতুন বাংলাদেশ, কখনো সবুজ বাংলাদেশ, কখনো আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ। সোনার, নতুন, সবুজ, ডিজিটাল বাংলাদেশে শুধুমাত্র অর্থ পাচার ছাড়া আমরা আর কিছুই দেখতে পাইনি। এবার আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
ইসলামের পক্ষে মেহনতি মানুষের প্রতীক নিয়ে এদেশের আলেম সমাজের আস্থা ও ভালোবাসা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পক্ষ হয়ে ফুলপুর তারাকান্দাবাসীর জন্য মুফতি মুহাম্মাদুল্লাহ সাহেবকে আগামী নির্বাচনের জন্য আমরা জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চাই। তিনি আরও বলেন, আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন তার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তিনি অতীতের মত জনগণের সম্পদ লোপাট করবেন না বরং নিজের কষ্টার্জিত ব্যক্তিগত সম্পদ দিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। রিকশার পক্ষে থাকবেন তো? এসময় উপস্থিত জনতা চিল্লায়ে বলেন, ‘হ্যাঁ’।
এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও গাড় উপজাতিদের উদ্দেশ্যে আল্লামা মামুনুল হক বলেন, ইসলাম শুধু মুসলমানদের শান্তির জন্য নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি, নিরাপত্তা ও অধিকারের জন্যই আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম খেলাফতের রাজনীতি। এজন্য আমাদের দলের প্রধান স্লোগান হলো- ‘ধর্ম বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’। আল্লামা মামুনুল হক বলেন, হে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, গাড় উপজাতি ভাই ও বোনেরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা যদি খেলাফত ব্যবস্থার পক্ষে রায় প্রদান কর, আমরা তোমাদের জানমাল, ইজ্জত ও ধর্মীয় অধিকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ। তোমাদের উপর যে কোন অন্যায় জুলুম করা হলে, বৈষম্য করা হলে, আমরা তোমাদের সামনে থেকে বুক পেতে দিয়ে তোমাদেরকে রক্ষা করবো, ইনশাআল্লাহ।
আল্লামা মামুনুল হক বলেন, অতীতে যারা ভুল রাজনীতি করেছেন, অন্যায়ের পথে ছিলেন, তারা ফিরে আসুন, ফিরে আসুন। শান্তির পতাকা তলে, ইসলামের সামিয়ানার নিচে চলে আসুন। ইসলাম আপনাকে বিশুদ্ধ করবে।
সবশেষে আল্লামা মামুনুল হক বলেন, আমার আখেরি পয়গাম, বাংলাদেশের মানুষ এক বুক স্বপ্ন নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করেছে। কলকাতার দাদাবাবুদের আধিপত্যের বিরুদ্ধে, ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যের বিরুদ্ধে ও পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশকে স্বাধীন করেছিল; স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ দেখবে, বৈষম্যহীন বাংলাদেশ দেখবে, মানুষ দুমুঠো আহার পাবে, শান্তিতে দিনাতিপাত করবে কিন্তু বিগত ৫৪ বছরে আমরা তা দেখতে পাইনি। তিনি বলেন, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আগামীর বাংলাদেশে বাংলাদেশ পন্থি রাজনীতির বাইরে আধিপত্যবাদী শক্তির দালালির রাজনীতি আমরা হতে দিব না, ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন ও সংগ্রামে আছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো কাছে মাথানত করতে জানে না। আমরা ঘোষণা করছি, জুলাই সনদ আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত। জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়কে বাংলাদেশের সাংবিধানিক রূপ দিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। আমরা বলি, আগে জুলাই সনদে শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। অন্যতায় বাংলাদেশ নিজেকে কৃতজ্ঞ রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে পারবে না। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে গুম খুন হত্যার রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করলো সে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে আল্লামা মামুনুল হক বলেন, ড. ইউনূস সাহেব, যেই শহীদদের রক্তের উপর ক্ষমতার মসনদের উপর আপনি বসেছেন সেই মসনদে বসে জাতীয় সংসদ নির্বাচনের আপনি রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধাচিত্তে বলতে চাই, এর পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজনের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আমরা কোন দলের করুণার উপর ঝুলন্ত রেখে জাতীয় নির্বাচনে যেতে পারি না। তিনি বলেন, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো দুর্নীতিবাজ, লুটেরা। বাংলার সম্পদ পাচার করে যারা বেগম পাড়া বানিয়েছে। যারা ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে আরেকটি রাষ্ট্রের অঙ্গরাজ্য ও আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চালিয়েছে। তারা পরাজিত অংশ। ৭২ পন্থী। আরেক ভাগ হলো, ২৪-এর বিপ্লবের পক্ষপাতী। তিনি বলেন, আমরা জানতে চাই আগামীর বাংলাদেশ ৭২-এর পন্থায় চলবে নাকি ২৪-এর? এসময় সবাই চিৎকার করে বলেন, ২৪-এর। পরে তিনি বলেন, কাজেই ২৪-এর বিপ্লবের পক্ষে যারা আছ, যারা ২৪-এর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাও, যারা বাংলার মানুষের ২৪-এর ঐতিহাসিক ৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতাকে সম্মান জানাতে চাও, তাদের সকলকে আগামী গণভোটের নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী ও তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মনোনীত রিকশা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে আমের সদস্য মাওলানা মাহমুদুল হাসান নাঈম, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলাম, পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা সারওয়ার হোসাইন, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, ময়মনসিংহ জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম রাহমানী, পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী কাজী মুশতাক আহমাদ, ময়মনসিংহ- ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ, খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর শাখার সভাপতি মুফতী নজরুল ইসলাম, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আওলাদ হুসাইন, উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম, সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, উপজেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ।

উপস্থাপনায় ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জিহাদী ও বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক  মাওলানা ফারুক হোসাইন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা