মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় আঞ্জুমান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলপুর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। ফুলপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোছাইনের সঞ্চালনায় সভায় নূরুল হক সরকার, নজরুল ইসলাম, ঘর মালিক রাকিবুল হাসান সোহেল, ফজলুল হক মুকুল প্রমুখ নেতৃবৃন্দ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, ফুলপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের প্রতিনিধি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
ওসি তার বক্তব্যে ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন এবং বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান। এ বিষয়ে পৌর প্রশাসককে অবগত করালে তিনি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকায় ও বিভিন্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাবেন বলে আশ্বাস দেন। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা তার বক্তব্যে আরও বলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ব্যবসায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নিরাপদে ব্যবসার স্বার্থে তাদের যে কোন কাজে সহযোগিতা থাকবে বলে জানান।
সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, মেজরিটি পরিমাণ ব্যবসায়ী উপস্থিত হলে এবং স্বাক্ষর দিলে তাদের নিয়ে নিরাপদে ব্যবসা পরিচালনার লক্ষ্যে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি কমিটি উপহার দেওয়া হবে। বিগত দিনে যারা সততার সাথে ব্যবসায়ীদের স্বার্থে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন নেতা হিসেবে ব্যবসায়ীরা তাদেরকেই প্রাধান্য দিবেন বলে তার বিশ্বাস। এসময় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
জানা যায়, একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হবে। পরে ওই আহ্বায়ক কমিটি একটি নির্বাচন কমিটি গঠন করবেন। তারপর ভোটার তালিকা হাল নাগাদ করে নির্বাচন কমিটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। এ নির্বাচনের মাধ্যমেই ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করবেন।
এসময় বিগত সভার আয় ব্যয়ের হিসাবের কপি প্রত্যেক ব্যবসায়ীর হাতে হাতে তুলে দেওয়া হয় এবং আগামী বছর ২০২৬ সনে ফুলপুর বাসস্ট্যান্ডে ইসলামী মহাসম্মেলন হবে কি না, জানতে চাইলে সকলে হাত উঁচু করে এতে ঐক্যমত পোষণ করেন। তবে এসব বিষয় চূড়ান্ত করা হয়নি। আবারও শীঘ্রই সভা আহ্বান করে চূড়ান্ত ফায়সালা দেওয়া হবে।