মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শেরপুর রোড মোড়ে রাজিন প্লাজার ৪র্থ তলায় সার্কেল অফিসার মোঃ রাকিবুর রহমানের বাসার বিপরীত পাশের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান, এসআই জহুরুল প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে জনতা কিছু উত্তম মাধ্যম দেয় তাকে। আটক চোর রুকনের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিরিশিরি এলাকায়।
জানা যায়, ৬তলা বিশিষ্ট ভবন রাজিন প্লাজার নিচ তলায় ওয়ালটনের শো রুম ও দূরন্ত স্পোর্টস নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান। ২য় তলায় বাংলাদেশ কৃষি ব্যাংক, ৩য় তলায় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পপুলার লাইফ ইনসুরেন্সের অফিস, ৪র্থ তলায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য একিন আলীর বাসা, ক্রাউন সিমেন্ট কর্মকর্তার বাসা ও সার্কেল অফিসারের বাসা। তারপর ৫ম তলায় ও ৬ষ্ঠ তলায় এরকম আরও ৬টি পরিবার থাকেন।
চুরি হয়েছে ৪র্থ তলায় সার্কেল অফিসারের বাসার বিপরীত পাশে একিন আলীর বাসায়। এই চোরই মাস দেড়েক আগে আঞ্জুমান সুপার মার্কেট সংলগ্ন ৫তলা ভবনে ব্যবসায়ী শফিক ভাইয়ের বাসায় চুরি করেছিল। ওই সময় সিসি ক্যামেরায় যার ছবি দেখা গিয়েছিল এই সেই লোক।
আজ সকালে বরাবরের ন্যায় একিন আলী ভাই হাঁটতে গিয়েছিলেন আর ভাবী কিছুক্ষণ হেঁটে দরজায় তালা লাগিয়ে ময়লা ফেলতে গিয়েছিলেন। এসে দরজা খোলা পেয়ে ধারণা করেছিলেন যে তার স্বামী এসে পড়েছেন। এরই মধ্যে দেখেন একজন অপরিচিত লোক বাসা থেকে বের হচ্ছে। পরে আপনি কে কে? জিজ্ঞেস করতে করতে চোর তাকে ধাক্কা দিয়ে বাসার ভেতরের দিকে ফেলে দিয়ে দরজা বাহির থেকে লাগায়ে চলে যায়। এসময় ভাবীর আর বুঝার বাকি রইলো না যে, সে চোর। পরে ভাবী জানালা দিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকলে লোকজন নিচ থেকে এ ভবনের দিকে দৌড়ে আসেন ও তাকে দরজা খুলে উদ্ধার করেন। আর নিচ তলায় লোকজন চোরকে খোঁজাখুজি করতে থাকে। পরে পাশে আইস ক্রিম বিক্রেতা রিপন দেখেন যে, এই লোক একটু জোরে দৌড়ের মত করে যাচ্ছে। পরে সন্দেহ হলে তাকে আটক করে। আটক করার পর তার হাত থেকে মালামালসহ একটি ব্যাগ উদ্ধার করে কিন্তু ভাবী বলছেন যে, তার আরও গহনা পাওয়া যাচ্ছে না।