মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আকন্দের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ ইশা উপজেলার ভাট্টা বাজারে ওই পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আকন্দ। তিনি বলেন, আসলে আমি এ পদের জন্য যোগ্য না কিন্তু মুরুব্বিরা আমাকে পছন্দ করেছেন। তাদের নির্দেশ আমাকে নির্বাচন করতে হবে। তাদের কথা না রাখলে বেআদবি হয়। তাদের কথা রক্ষার্থেই আমি এটাকে দীনী নিয়তে মেনে নিয়েছি; এ কাজে রাজি হয়েছি। আমি মনে করেছি, কত টাকা কতভাবেই তো খরচ হয়। এখানে আল্লাহর ওয়াস্তে সাওয়াবের নিয়তে কিছু খরচ করবো। তিনি আরও বলেন, আপনারা আমাকে আপনাদের ছেলে বা ভাতিজা মনে করে বা কারো ভাই মনে করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে নিজেকে ধন্য মনে করবো।
ধোবাউড়া বা বাইরে যখন যেখানে যাই মাশাআল্লাহ মানুষে অনেক সম্মান করেন। এটা আল্লাহর দান। আল্লাহ যদি চান, যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এতিম অনাথ বিধবাদের জন্য কাজ করবো। অধঃপতিত যুব সমাজকে আলোর পথে উঠিয়ে আনতে যুব সমাজের উন্নয়নে কাজ করবো। জুয়া মাদক বন্ধ করা হবে, ইনশাআল্লাহ। হালুয়াঘাট ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে যাতে আমাদের দেশে কোন অবৈধ কিছু ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিব, ইনশাআল্লাহ। রাস্তাঘাটের উন্নয়নে যে টাকা আসে তা মারতে দেওয়া হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করা হবে। বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা ও বিধবা ভাতার কার্ড বিক্রির পথ রুদ্ধ করা হবে, ইনশাআল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যে কোন সময়ের চেয়ে যাতে ভাল থাকেন সেই ব্যবস্থা নেওয়া হবে। কারো উপর কোন টর্চার হবে না। অন্যায়ভাবে কেউ কাউকে টর্চার করলে তাকে ছাড় দেওয়া হবে না।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়ন মজলিসের সভাপতি মুফতী শামীম আহমাদের সভাপতিত্বে ও হালুয়াঘাট থানা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রশিদ মাহমূদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি ও জেলা শাখার সহসভাপতি পীরে কামেল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা পীরে কামেল মাওলানা ফরিদ আহমাদ, উপদেষ্টা শায়খুল হাদীস হুসাইন আহমাদ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুফতী আব্দুস সালাম, ময়মনসিংহ জেলা (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম রহমানী, হালুয়াঘাট থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ধোবাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুখলেসুর রহমান, ময়মনসিংহ জেলা (পূর্ব) শাখার দায়িত্বশীল মাওলানা রুহুল আমিন নুসাইব প্রমুখ।