• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বহরকোণা দারুল উলূম বাবুস সালাম মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্ডারগার্টেন একটি আদর্শ প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা, এনসিপি নেতাসহ আহত ৩ আটক ১ বালিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের ছেলে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আলেমরা এক হলে দেশ চালাবেন তারা — মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা ফুলপুরে ২ অপহৃতকে উদ্ধার ও ৩ অপহরণকারী আটক শেরপুরে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন পাগড়ি পেল খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ক্ষুদে ৫ হাফেজ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে অর্থদণ্ড ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান, বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন অবহেলিত ঈশ্বরগঞ্জে উন্নয়নের ছোঁয়া আনব: বিএনপি মনোনীত প্রার্থী মাজেদ বাবু

ময়মনসিংহ-২ আসন থেকে এমপি পদে বিএনপির মনোনয়ন চান অধ্যাপক মো. আবুল হোসেন আজাদ

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন চান ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য, ন্যাশনাল হিউম্যান রাইটস ময়মনসিংহ বিভাগের সভাপতি, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক (বেসরকারি), ময়মনসিংহ ব্যবসায়ী সমিতির সহসভাপতি বওলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইসলামিক হিস্ট্রি) সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মো. আবুল হোসেন আজাদ।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘাস ফড়িং রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে তিনি তার প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, বিগত দিনে বিএনপি করার কারণে ও আওয়ামী লীগের কোন মিটিংয়ে যোগদান না করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে ফুলপুর তারাকান্দার বিভিন্ন গ্রামে গঞ্জে ওয়ার্ক করেন তিনি। এসময় বিভিন্ন জায়গায় উঠান বৈঠকও করেছেন। এ কাজ করতে গিয়ে তার প্রতি সাধারণ মানুষের যে আগ্রহ, তা দেখে মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি বলেন, লিফলেট বিতরণ করতে গিয়ে আমার মনে হয়েছে যে, দেশে কোন উন্নয়ন হয়নি। ফুলপুর-তারাকান্দা আসনে প্রতিমন্ত্রী থাকলেও তার এ এলাকায় কাঙ্ক্ষিত কোন উন্নয়ন তার চোখে পড়েনি। তিনি মনে করেন, এসব এলাকায় কিছু পরিবর্তন আনা দরকার। সেই দিক লক্ষ্য করে তিনি সাংবাদিকদের ডেকে বলেন, আগামী দিনে ফুলপুর-তারাকান্দার পরিবর্তনের লক্ষ্যে আমি নেতৃত্বে আসতে চাই। প্রচুর বেকার যুবক রয়ে গেছে। বেকারদের কর্মসংস্থান করতে চাই। শিক্ষার উন্নয়ন করতে চাই। তিনি আরও বলেন, চিন্তা করলাম, নেতৃত্বে আসতে পারলে শিক্ষার মানোন্নয়ন করা যাবে। সাংবাদিকদের জন্য স্থায়ী একটি ভবনের ব্যবস্থা করবেন বলেও তিনি জানান।
অধ্যাপক মো. আবুল হোসেন আজাদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ফুলপুর-তারাকান্দা গড়তে চাই। অবৈধ অস্ত্রের ঝনঝনানি যেন আর না থাকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সেই ব্যবস্থা নিতে চাই। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ন্যাশনাল হিউম্যান রাইটস (ক্রাইম) রিপোর্ট ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের মহাসচিব মাহবুবে আলম জুয়েল, দৈনিক বাংলাদেশের আলো’র ময়মনসিংহের ব্যুরো চীফ ও সাপ্তাহিক আলাপসিংহ-এর নির্বাহী সম্পাদক কে এম নাজমুস সাকীব, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, মফিজুল ইসলাম অলী, এটিএম রবিউল করিম রবি, আব্দুস সাত্তার, মোস্তফা খান, মিজানুর রহমান আকন্দ, নাজমুল হাসান রাজন, সেলিম রানা, কামরুল ইসলাম খান, রেজা মুসাফির, আব্দুল মোতালেব সরকার, জাহিদুল ইসলাম ইমন, মো. আব্দুল মান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা