মো. আব্দুল মান্নান :
ঢাকায় বাড়িভাড়া ২০% বৃদ্ধিসহ ৩ দফা দাবি নিয়ে আন্দোলনে গেলে শিক্ষকদের উপর বর্বরোচিত হামলা করা হয়। এর প্রতিবাদে আজ সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহের ফুলপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মবিরতি চলছে।
জানা যায়, রবিবার (১২ অক্টোবর) সারা দেশ থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবি নিয়ে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। সকাল ৮টায় তাদের কর্মসূচি শুরু হয়। পরে বেলা আড়াইটার দিকে বিনা উস্কানিতে শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালায়। এমনকি সাউন্ড গ্রেনেড ও জলকামানও ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
এরই প্রতিবাদে আজ সোমবার সারাদেশের ন্যায় ফুলপুরেও কর্মবিরতি চলছে। উপজেলার সকল প্রতিষ্ঠান এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা ক্লাস করতে আসলেও শিক্ষকরা আন্দোলনে থাকায় তারা ফিরে যায়। কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও এ আন্দোলনে যোগ দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন বলেন, আমাদের শিক্ষকদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে কেন্দ্রীয়ভাবে যদি কোন নির্দেশনা আসে সেটা ভিন্ন কথা।

এ ব্যাপার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুবই অসুস্থ। তবে আমাদের প্রতিষ্ঠানের মত দেশে আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা এ বিষয়ে যে সিদ্ধান্ত নিবে আমরাও তাদের সাথে আছি। তারা আন্দোলন চালিয়ে গেলে আমরাও চালিয়ে যাব। আর তারা মেনে গেলে আমরাও মেনে যাব।