আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাভারের এনাম মেডিকেল কলেজ সংগঠন ‘স্পন্দন ক্লাব’-এর উদ্যোগে ফুলপুরে কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজ সংশ্লিষ্ট সমাজ কল্যাণমূলক সংগঠন 'স্পন্দন ক্লাব' -এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ ক্লাব কর্তৃক প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে এবার ফুলপুরে কম্বল বিতরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার অর্জুন খিলা গ্রামের মরহুম নওয়াব আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ফুলপুর সরকারি কলেজ সংলগ্ন দিউ গ্রামে ও শেরপুর রোড তালতলা মোড়ে অবস্থিত ফুলপুর আইডিয়াল কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মরহুম শাহ্ কুতুব চৌধুরীর সন্তান এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহ ইফতেখার চৌধুরী দিপ্তর সার্বিক সহযোগিতায় ক্লাবটি এসব কম্বল বিতরণ করে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা, ক্লাবের উপদেষ্টা ডা. সাজ্জাদুর রহমান শামিম, ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, ক্লাবের সদস্যবৃন্দ অন্তরা সুরাইয়া, মো. ইমরান হোসেন, মার্জান লিজা, খাদিজা আক্তার বৃষ্টি, সুষ্মিতা আক্তার দোলা, শাহরিয়ার কাব্য, মো. সোহানুর রহমান, তানবিন রহমান, মেজবাহ উদ্দিন, মৃদুল কান্তি ঘোষ, ফেরদৌস কামাল, মো. নাদিন, লিসান মাহমুদ প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.