মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দুই কেজি গাঁজাসহ নাছির (২৪) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর বাহাদুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফুলপুর থানার চৌকস ওসি আব্দুল হাদির দিক নির্দেশনায় ও এসআই শামীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আসামি নাছির চর বাহাদুরপুর গ্রামের আব্দুল মান্নান ও খুকি বেগমের পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে ফুলপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এরপর দুপুরের দিকে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল হাদি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।