• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বহরকোণা দারুল উলূম বাবুস সালাম মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্ডারগার্টেন একটি আদর্শ প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা, এনসিপি নেতাসহ আহত ৩ আটক ১ বালিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের ছেলে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আলেমরা এক হলে দেশ চালাবেন তারা — মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা ফুলপুরে ২ অপহৃতকে উদ্ধার ও ৩ অপহরণকারী আটক শেরপুরে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন পাগড়ি পেল খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ক্ষুদে ৫ হাফেজ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে অর্থদণ্ড ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান, বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন অবহেলিত ঈশ্বরগঞ্জে উন্নয়নের ছোঁয়া আনব: বিএনপি মনোনীত প্রার্থী মাজেদ বাবু

‘প্রেসিডেন্ট পুরষ্কার’ পেলেন ফায়ার ফাইটার শাহজাহান মিয়া

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা)’ পদকে ভূষিত হলেন ময়মনসিংহের হালুয়াঘাট ফায়ার স্টেশনের সুদক্ষ ও সাহসী ফায়ার ফাইটার মোঃ শাহজাহান মিয়া। আজ বুধবার (৮ অক্টোবর) সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আছমা-উল-হোসনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের ২জনকে এ পুরষ্কার ঘোষণা করা হয়। অপরজন হলেন ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।
ফায়ার ফাইটার মোঃ শাহজাহান মিয়া এর আগে ফুলপুর ফায়ার স্টেশনে ছিলেন। তখন থেকে উনার সাথে পরিচয়। তিনি অত্যন্ত ভদ্রলোক একজন মানুষ। খুবই মিশুক ও মানবিক গুণের অধিকারী। তার মহানুভবতার কথা আজও মনে পড়ে। একদিন ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় নূর স্টোরে সাবান ও এ জাতীয় কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। এসময় হঠাৎ পেছন থেকে তিনি গিয়ে হাজির। পরে কোনোভাবেই আর মালের দাম দিতে পারলাম না।


তিনি সাধারণ একজন ফায়ার ফাইটার হলেও তার দিল মন অনেক বড়, অসাধারণ। একজন আদর্শ ফায়ার ফাইটার হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা যথাযথ পালন করেও এর বাইরেও তার রয়েছে আরও বিশাল কর্মযজ্ঞ। যে কোন গরিব অসহায় মানুষ পেলে তো দান করতেনই বরং তিনি এগুলো খোঁজে বের করে মূল্যায়ন করতেন। নিজে থেকে আগ্রহী হয়ে হতদরিদ্র মানুষের হাল হকিকত জানেন এবং সাধ্যমত তার পাশে দাঁড়ান এ মানবিক ফায়ার ফাইটার মোঃ শাহজাহান মিয়া।
মানুষে বলে- শাহজাহান ভাই শুধু একজন ফায়ার ফাইটার নন বরং তিনি যেন মানবিকতার একটি প্রতিষ্ঠান। মানুষের বিপদআপদে ঝাঁপিয়ে পড়া তার কাজ। এটাকে তিনি শুধু পেশা নয় বরং নেশা ও স্বভাবে পরিণত করে নিয়েছেন। কারো উপকার করে ১ কাপ চা না খাওয়া লোকের নাম শাহজাহান। সহকর্মীদের যাবতীয় বিল করা বা পাশ করানো বাবদ ১ কাপ চা খেয়েছেন এরকম নজির আমাদের জানা নেই। ফায়ার ফাইটারদের জন্য একটু সুবিধা করে দিতে পারলে নিজেকে তিনি ধন্য মনে করতেন। প্রয়োজনে নিজের পকেট থেকে এমনকি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন থেকে অনুদানের ব্যবস্থা করে দিয়ে নানা উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন তিনি।
এছাড়া স্টেশনকে ধুমপানমুক্ত রাখা, ময়লা আবর্জনামুক্ত রাখাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে ফায়ার ফাইটার শাহজাহান মিয়া একজন সিপাহশালার। এসব ব্যতিক্রমী কাজ উপহার দেওয়ার মাধ্যমে ফায়ার ফাইটার শাহজাহান নিজেকে জনপ্রিয় করে তুলেছেন সাধারণদের কাছে। যার ফলশ্রুতিতে আজ তিনি পেলেন তার জীবন ধন্য করা বহু কাঙ্ক্ষিত ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা)’ পুরষ্কার। এ পুরষ্কার তাকে ও তার ভবিষ্যত প্রজন্মকে প্রেরণা যোগাবে। এগিয়ে নিয়ে যাবে বহু দূর।  সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। উল্লেখ্য, উনার গ্রামের বাড়ি  শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা শহরে। তিনি দুই কন্যা সন্তানের জনক। বিবি সাহেবা গৃহিণী। সবাই তার জন্য দোয়া করবেন।

আপডেট : প্রেসিডেন্ট পুরষ্কার পাওয়ায় ফায়ার ফাইটার শাহজাহান মিয়াকে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম। সভাপতিত্ব করেন কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মোর্শেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা