ডঃ মাহমুদ বিন সাঈদ :
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ শামসুদ্দিন খান আর নেই। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। শামসুদ্দিন খান বি এম কলেজ বরিশাল- এর সাবেক অধ্যক্ষ ছিলেন। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে যেন এই শোক সইবার ও ধৈর্য্যধারণ করবার তাওফীক দান করেন।
শামসুদ্দিন খান একাধারে ছিলেন সাবেক অধ্যক্ষ সরকারি বিএম কলেজ, বরিশাল কলেজ, মহিলা কলেজ, উজিরপুর হাবিব পুর কলেজ ও আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ এবং ১৯৭১ থেকে ১৯৮২ পর্যন্ত বরিশাল মুক্তিযোদ্দা সংসদের সভাপতি, ‘বরিশাল হার্ট ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী এবং বিএনসিসি -এর সুন্দরবন রেজিমেন্টের কমান্ডিং অফিসার।
তিনি ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় কুচকাওয়াজের বিএনসিসি কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। জাতীয়ভাবে স্বর্ণ পদকপ্রাপ্ত এ শিক্ষাবিদ ছিলেন আমার মরহুম শশুর অধ্যক্ষ নাসির উদ্দীন খানের কাজিন ও সহকর্মী। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।
* লেখক :
আরবি প্রভাষক, মালয় বিশ্ববিদ্যালয়।