আজ
|| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
২১ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত ফুলপুর বাসস্ট্যান্ড সভার আয় ব্যয়ের হিসাব
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
২১ ফেব্রুয়ারি ২০২৫ ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড সভার আয় ব্যয়ের হিসাব প্রদান করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) বাদ ইশা রাত ৯টার দিকে ইসলামী ব্যাংকের বিপরীত পাশে হাজি ইয়াসীন আহমাদের দোকানে আয়োজিত এক সাধারণ সভায় ওই হিসাব প্রদান করা হয়।

জানা যায়, প্রায় ৬ বছর পর সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে তখন সভাটি অনুষ্ঠিত হয়েছিল। সভা উপলক্ষে বিভিন্ন জনের নিকট থেকে ৪ লাখ ৮৫ হাজার ৬৩০ টাকা আয় হয়েছিল। পরে বক্তা বিদায় ও প্যান্ডেলসহ মোট ৩ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা ব্যয় হয়। উদ্বৃত্ত রয়েছে ৮৬ হাজার ১৫০ টাকা।
সভা আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আজ সভাপতি ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, ফুলপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোছাইন,

তন্ময় এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর বিল্লাল হোসেন, মাওলানা আজিজুল ইসলাম, ইসলাম উদ্দিন, ইয়াসীন, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, এনামুল হাসান, আর্মি শাহজাহান, মাওলানা কেফায়েতুল্লাহ, লিপু, রুবেল মাস্টার, আতিকুর রহমান প্রমুখ।
হিসাব প্রদানের পর পরবর্তী সভা আগামী ৩১ অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৩টায় আঞ্জুমান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.