মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মাওলানা কাজী শাহ ইমরান হুসাইনকে আহ্বায়ক ও সালেহ আহম্মেদ (মাশা)-কে সদস্য সচিব করে বৃহস্পতিবার (২ অক্টোবর) ১৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্য কয়েকজন হলেন- ক্বারী সুলতান আহম্মেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন যুগ্ম আহ্বায়ক। এছাড়া আরও প্রায় ২১ জনের নাম এখানে উল্লেখ করা হলো; তারা সবাই যুগ্ম আহ্বায়ক। হাফেজ ক্বারী শামীম হুসাইন, মাওলানা রাকিব হাসান (গোয়াডাঙ্গা), হাফেজ হামিদুল ইসলাম, হাফেজ মাওলানা মাসুদ হোসাইন, এম এ রাজ্জাক ফারুকী, মো. সিদ্দিকুর রহমান (সিদ্দিক), হাফেজ মাওলানা মো. ইকবাল হোসেন, ক্বারী মিরাজ আলী, ক্বারী আবু হানিফ, মাওলানা ফরিদ আহম্মেদ, হাফেজ ক্বারী মিজানুর রহমান, মো. নজরুল ইসলাম ফকির, মুফতী আবু সাঈদ কাসেমী, হাফেজ মিজানুর রহমান (পয়ারী), হাফেজ আসাদুজ্জামান খান রুবেল, মো. শরীফুল ইসলাম (গোয়াডাঙ্গা), হাফেজ মিজানুর রহমান সাধু (মামুদপুর), কাজী মাওলানা সাদ্দাম হোসাইন, মাওলানা জুবায়ের সাইফুল্লাহ নোমান, মাওলানা সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা লোকমান হোসেন প্রমুখ।
জানা যায়, জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান ও সদস্য সচিব এইচ এম শামীম হুসাইনের স্বাক্ষরে ২ অক্টোবর তাদের এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কমিটির নেতৃবৃন্দের তালিকা প্রকাশ পেলে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এ প্রতিবেদককে জানান, আমরা ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা উত্তর -এর একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে আছি। শীঘ্রই আমরা একটি শো ডাউনের মাধ্যমে আমাদের কমিটির জানান দিব, ইনশাআল্লাহ।