আজ
|| ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মিনি পার্ক হচ্ছে ফুলপুরে
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
মিনি পার্ক হচ্ছে ময়মনসিংহের ফুলপুরে। ফুলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি পার্কের। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে তা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানা গেল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, 'ফুলপুরবাসীর জন্য একটা সুখবর। এই উপজেলার মানুষের জন্য বিনোদনের জায়গা নেই বললেই চলে। সেই তাগিদ থেকে সবসময় চেয়েছি কিছু একটা করার জন্য। বড় পরিসরে বিনোদন পার্ক করার জন্য জায়গা সংকুলান না হওয়ায় ছোট পরিসরে উপজেলা পরিষদ মিনি পার্ক করার পরিকল্পনা করি।
এ কাজের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পৃক্ত আছেন উপজেলা প্রকৌশলী জনাব জাহাঙ্গীর হোসাইন, আমাদের সাবেক পি আই ও জনাব আশীষ কর্মকার আমার পরিকল্পনা মোতাবেক ডিজাইন তৈরি করে দিয়েছেন আর সর্বোচ্চ কৃতজ্ঞতা আমাদের শ্রদ্বেয় সচিব জনাব রেজাউল মাকছুদ জাহেদী স্যারের প্রতি।

খুব শীঘ্রই আমরা পার্কের কাজ শুরু করবো ইনশাআল্লাহ।
পুরাতন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় পার্কটি হবে। সাথে আমাদের আরো পরিকল্পনা রয়েছে, ক্রমান্বয়ে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফুলপুরবাসীকে জানানো হবে।'
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.