আজ
|| ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে কিশোরী সচেতনতা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কিশোরী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার পয়ারী ইউনিয়নে গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বেসরকারি প্রতিষ্ঠান কোডেক এর আয়োজন করে। এসময় সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর উপস্থিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে নারীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, ম্যানেজিং কমিটির সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.