আজ
|| ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডাকসু নির্বাচনে সংবাদ কাভার করতে গিয়ে মৃত শিবলীর পরিবারের পাশে দাঁড়ালো ছাত্র শিবির
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
অনলাইন ডেস্ক :
ডাকসু নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) সংবাদ কাভার করতে গিয়ে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন সাংবাদিক তরিকুল শিবলী। তিনি রেখে গেছেন দুজন কন্যা সন্তান। বড় সন্তানের নাম আয়াত (৪) ও ছোট সন্তানের নাম আজমীন (দেড় বছর)।
তাদের দেখতে (ওই সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এফতারপুর গ্রামে) গিয়েছিলেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদসহ ডাকসু নেতৃবৃন্দ। তারা অনেকটা সময় দেন সেখানে। সাংবাদিক শিবলীর বাচ্চাদের কোলে তুলে নেন, আদর করেন। তাদের সাথে আন্তরিক পরিবেশে কথা বলেন।

এসময় সাংবাদিক শিবলীর ৪ বছর বয়সী প্রথম কন্যা আয়াত বলেন, 'আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।'

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা! শুনে সবাই মুগ্ধ। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আমরা মরহুম সাংবাদিক তরিকুল শিবলী ভাইয়ের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি। তাদের খোঁজ খবর নিয়েছি। এসময় প্রাথমিকভাবে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাততঃ দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা যে কোন প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। জিএস ফরহাদ বলেন, বাবা হারানো ছোট্ট এই শিশুদের জন্য দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন। শিবলী ভাইয়ের জন্যেও দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাক্বাম দান করেন। এরপর ওখানে বসেই তারা মরহুম সাংবাদিক শিবলী ও তার পরিবারের জন্য দোয়া করেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.