আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নতুন এসিল্যান্ডের অভিযানে ফুলপুর বাসস্ট্যান্ড যানজটমুক্ত, ধরে রাখার আহ্বান
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
নতুন এসেই অভিযানে নেমেছেন ময়মনসিংহের ফুলপুর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) তাসনীম জাহান। আমার জানা মতে ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রথম ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তিনি।
এরপর আরও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। কয়েকদিন সামনে রেখে ১০ সেপ্টেম্বর মাইকে ঘোষণা দিয়েছিলেন ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত উচ্ছেদ করার। এখানে প্রায় ৪শ ক্ষুদ্র ও ফুটপাত ব্যবসায়ীর দোকান ছিল। একটা বড় অভিযান। এ অভিযানটি পরিচালনা করতে গেলে অনেক বিষয় সামনে চলে আসে। এসব দোকান উচ্ছেদের কারণ কি, উনারা গরিব মানুষ, একদিন দোকান না খুললে পরিবারের সদস্যদের জন্য চাল ডাল কেনা, বিভিন্ন কিস্তি পরিশোধ করা ইত্যাদি সমস্যা হয়ে যায়। তাদের দোকান ভেঙে মালামাল নিয়ে কোথায় যাবে, কোথায় নিয়ে রাখবে, কিছু কাঁচা মাল থাকে যা সময়মত বিক্রি না করলে পঁচে যায়, এরকম হলে এসব গরিব মানুষ কিভাবে চলবে, তাদের পুনর্বাসন করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এরকম নানা কথা কিন্তু সামনে এসেছে। এরপরও দমেননি এ কর্মকর্তা। তাকে সাহস যুগিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, পৌর প্রশাসক কামরুল হক, ওসি আব্দুল হাদি, আর্মি, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে। উচ্ছেদের ঘোষণা যেহেতু দেওয়া হয়েছে তা বুঝে শুনেই দেওয়া হয়েছে। যে কোনভাবে তা বাস্তবায়ন করতে হবে, এটাই কথা এবং করেছেনও তিনি। সকল বাধা জয় করে অভিযান সফল করেছেন তিনি। এতে সুধী মহল খুবই খুশি। বিভিন্ন জায়গা থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

আসলে কাজ করলে এভাবেই করতে হয়। যখন যে সিদ্ধান্ত নেওয়া হবে তাতে যত বাধাই আসুক না কেন সময়মত বাস্তবায়ন করতে হবে। এটাই নিয়ম। তা নাহলে টিকা যাবে না। সম্ভব নয়। এসিল্যান্ড সে কাজটাই করেছেন। এসিল্যান্ড তো তিনি এমনিতেই হননি। চতুর্মুখি প্রতিভা আছে বলেই, যে কোন সমস্যার সমাধান তাৎক্ষণিক দেওয়ার সামর্থ্য আছে বলেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি নতুন এসিল্যান্ডকে এতবড় একটি অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য।

এ অভিযানের ফলে ফুলপুর বাসস্ট্যান্ডের যে সৌন্দর্য আপনি বৃদ্ধি করেছেন তা হৃদয় মন কাড়ার মত। এ অর্জনকে আপনি নস্যাৎ হতে দিয়েন না। যদি এ অর্জন নষ্ট হয়ে যায় তাহলে যে হারে প্রশংসা হয়েছে এর চেয়ে আরও অধিক হারে আপনার দুর্ণাম হবে।
ওদের জন্য কোন শেড করে দিতে পারলে বহু উপকার হবে। সরকারি কর্মকর্তাদের কাজ কি? কাজই তো হলো জনগণের উপকার করা। আল্লাহ তায়ালা আপনাদেরকে সঠিকভাবে কাজ করার তাওফীক দান করুক এবং জাযায়ে খায়ের দান করুক।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.