আজ
|| ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৮ সেপ্টেম্বর ফুলপুরে আসছেন চরমোনাইর পীর সৈয়দ রেজাউল করীম, সকলে আমন্ত্রিত
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবারে ময়মনসিংহের ফুলপুরে আসছেন চরমোনাইর পীর আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম দামাত বারাকাতুহুম। ফুলপুর পৌরসভার দিউ বালিয়া মোড়ে মাদরাসায়ে সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) হিফজখানা সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বয়ান করবেন।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে হাতপাখা মার্কায় জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য চরমোনাইর পীর কর্তৃক মনোনীত প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ. কে. এম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বাংলাদেশ মুজাহিদ কমিটির সহ-ইমাম কাম অডিটর মাওলানা মোস্তাফিজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করীম, ময়মনসিংহ জেলা শাখার ছদর মাওলানা মুফতী আব্দুল আলিম, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুর রহমান, জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী নজরুল ইসলাম উছমানপুরী। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরাম সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ফুলপুর উপজেলা শাখার ছদর মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. রুহুল আমিন মাস্টার, সদস্য সচিব মুফতি ইখলাস উদ্দিন ও কোষাধ্যক্ষ মুফতি আব্দুল্লাহ আল মাসুক সকলকে জিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.