আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মেধা তালিকায় নিজ বিদ্যালয়ের কিন্ডারগার্টেন আতফাল শাখায় দ্বিতীয় হয়েছেন খাদিজাতুল কুবরা
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
মো. আব্দুল মান্নান :
মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামের কৃতি সন্তান পোল্ট্রি ব্যবসায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউরেজ শাখা থেকে সরকারিভাবে বিশেষ সম্মাননা স্মারক পুরষ্কারপ্রাপ্ত পোল্ট্রি ফিড ব্যবসায়ী মাওলানা আজহারুল ইসলাম দুলালের স্নেহময়ী ছোট কন্যা খাদিজাতুল কুবরা। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার তালতলায় অবস্থিত ঐতিহ্যবাহী ক্বওমী মহিলা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের কিন্ডারগার্টেন শাখায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়।
আতফাল শাখা, নার্সারি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিসহ মোট ৪টি শ্রেণির ৩ জন করে ১২ জনকে এসময় পুরষ্কৃত করা হয়। এসময় সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষার্থী, তাদের অভিভাবক অভিভাবিকা ও আসাতেযায়ে কেরাম উপস্থিত ছিলেন। পুরষ্কার হিসেবে খাদিজাকে 'মাম পট' প্রদান করা হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হোসাইন।
পুরষ্কার বিতরণের আগে শিক্ষা অগ্রগতির প্রদর্শনী ও ফলাফল ঘোষণা করা হয়। খাদিজাতুল কুবরা গোল্ডেন এ+সহ নার্সারিতে দ্বিতীয় স্থান অধিকার করেন।
খাদিজার হাতে পুরস্কার তুলে দিয়ে হাফেজ মাহমুদ হোসাইন বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে।

আশা করি, আজকের এসব শিশুরা আগামী দিনে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। তাদের জন্য দোয়া রইলো। আজ অত্যন্ত স্বল্প পরিসরে মূলতঃ বাচ্চাদের একটু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যে আমাদের এ আয়োজন। আমি প্রত্যেকটা শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
এসময় মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া ও কৃতি ছাত্রী খাদিজাতুল কুবরার বাবা মাওলানা আজহারুল ইসলাম দুলালসহ আসাতেযায়ে কেরাম উপস্থিত ছিলেন। খাদিজার বাবা মাওলানা আজহারুল ইসলাম দুলাল বলেন, সকলের কাছে দোয়া চাই, আল্লাহতাআলা যেন দুনিয়া ও আখেরাতের সকল পরীক্ষায় আমাদের স্নেহময়ী কন্যা খাদিজাতুল কুবরাকে উত্তীর্ণ করেন। আমার বাচ্চার এ ফলাফলের পেছনে মাদরাসা কর্তৃপক্ষ ও আসাতেযায়ে কেরামের যে ভূমিকা রয়েছে এর বদলা আমরা কোনদিন দিতে পারবো না। দোয়া করি, আল্লাহ তায়ালা যাতে তাদেরকে জাযায়ে খায়ের দান করেন ও খাদিজাসহ প্রতিষ্ঠানের প্রতিটি শিশু যেন এভাবে ভাল ফলাফল করে তাদের অভিভাবকের মুখকে উজ্জ্বল করতে পারেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.