আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রফিক, সাংবাদিক বিপদে পড়লে সবসময় পাশে থাকবি — রিমন
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
মো. আব্দুল মান্নান :
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক বলেছেন, 'আমার ওস্তাদ প্রয়াত সিনিয়র সাংবাদিক (বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী রিপোর্টার, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির প্রধান উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত কিংবদন্তি সাংবাদিক) সাঈদুর রহমান রিমন। একজন শিষ্যকে কেমন করে আদর ও ভালবাসতে হয় এই ছবিটি তার প্রমাণ। আমার অফিসে হঠাৎ একদিন। সাথে আমার ছোট ভাই সাংবাদিক নেতা আরেফিন সোহাগ। আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলছিলেন, 'তুই একদিন ভাল সম্পাদক হবে। আমার একটি কথা রাখবে রফিক', 'আমি বললাম, ওস্তাদ বলুন।' তিনি বললেন, 'সাংবাদিক বিপদে পড়লে তার পাশে সবসময় থাকবি। সবসময় সাংবাদিকদের ভালবাসবে এবং সম্মান দিবে তাহলেই তোর জীবনে অনেক উন্নতি হবে। তোর জন্য আমার দোয়া রইল।' এসময় ওস্তাদ আমাকে আরও কিছু পরামর্শ দিয়েছিলেন। এগুলো আসলে পরামর্শ নয়, যেন এক একটি মনিমুক্তা, আমার জন্য পাথেয়, আদর্শ। আজ তিনি আমাদের মাঝে নেই। আমাকে তুই বলার আর কেউ রইল না। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.