আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জেলা প্রশাসকের ফুলপুর পরিদর্শন, ভিক্ষুক পুনর্বাসনসহ উদ্বোধন করলেন বিভিন্ন অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ফুলপুর উপজেলা পরিদর্শন করেছেন। আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ফুলপুরে এসে পৌঁছেন।

এরপর তিনি ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে তিনি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তাদেরকে চা স্টল ও ভ্যান গাড়ি দান করেন। এছাড়া সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করেন।
তারপর বি আর ডি বি কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

এর আগে জেলা প্রশাসক মুফিদুল আলম ফুলপুর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে এসে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.