আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে পৃথক ঘটনায় আটক ৮
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পৃথক ৪ মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি মোড়ে ফুলপুর থানার এসআই জহুরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই ভারতীয় ৯পিস কম্বল ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

এসময় প্রাইভেট কারে থাকা ৫ জনকে আটক করা হয়। আটক ৫জন হলেন- মোঃ জাহিদুল ইসলাম (২৭), শ্রী সুজিত মালাকার ওরফে আব্দুল্লাহ (নও মুসলিম)(২৬), মোঃ সাদ্দাম হোসেন(২৪), আব্দুল কুদ্দুস (২৫) ও মোঃ রাজীব মিয়া (২৫)। আটক জাহিদুল ও রাজীব হালুয়াঘাট উপজেলার বেলতলি পশ্চিম পাড়া গ্রামের মোঃ আলী আজগরের পুত্র। নওমুসলিম আব্দুল্লাহ রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর মাস্টারপাড়া গ্রামের শ্রী শংকর মালাকারের পুত্র। সাদ্দাম ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর মধ্যপাড়া গ্রামের মোঃ ইসলাম শেখের পুত্র আর আব্দুল কুদ্দুস শেরপুর জেলার সদর উপজেলার খুজিউরা পাকুরিয়া গ্রামের মোঃ সোহরাব আলীর পুত্র।

অপরদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী বাংলা গাড়ি হতে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ১ জনকে আটক করা হয়। এছাড়া চুরি মামলায় ১ জন ও সিআর গ্রেফতারি পরোয়ানায় ১ জনকে আটক করা হয়েছে। ফুলপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.