আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ধোবাউড়ার নতুন ইউএনও উজ্জল হোসেন
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নতুন ইউএনও উজ্জ্বল হোসেন। তিনি আজ সোমবার (২৮ জুলাই) যোগদান করেছেন।
আর এর আগে ধোবাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন নিশাত শারমিন। তিনি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে এডিসি হিসেবে পদোন্নতি পাওয়ায় এখান থেকে বদলি হয়ে সেখানে যোগদান করেছেন।
জানা যায়, বর্তমান ইউএনও উজ্জ্বল হোসেন এর আগে নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। উপজেলাবাসীর পক্ষ থেকে আজ ধোবাউড়ায় বিদায়-বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.