মো. আব্দুল মান্নান :
১৬ জুলাইকে জুলাই শহিদ দিবস হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশন ফুলপুর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক প্রমুখ।

এছাড়া বাদ যুহর সকল মসজিদে দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দিউ জুবাইদা জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান। এসময় ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।