আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মহাসমাবেশ
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর উদ্যোগে মহাসমাবেশ আজ শনিবার (২৮ জুন) বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তবে মাঠে একটু জায়গা নিয়ে বসার জন্য আগের রাতেই লাখো নেতাকর্মীর ভীড় জমে উঠেছে। ফজরের আগেই যাত্রীবাহী সহস্রাধিক বাস এসে পৌঁছেছে। জানা গেছে, জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ একাই ৫০টি বাস ও একটি লঞ্চ রিজার্ভ করে তার লোকজন নিয়ে এসে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া আরও হাজারো গাড়ি পথে রয়েছে বলে বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে ১০ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এতে।

'মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দামাত বারাকাতুহুম। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.