আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) উপজেলার কুলিরকান্দা লায়ন্স পাওয়ার স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে আড়াইশ গাছের চারা রোপণ করা হয়।

গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। রাস্তার দুই পাশে তারা এসব চারা রোপণ করেন।

এসময় কুলিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল কারিম ফকির, কুলিরকান্দা লায়ন্স পাওয়ার স্পোর্টিং ক্লাব ক্লাবের সভাপতি হাসানুজ্জামান মুক্তা, স্থানীয় মুরুব্বি মোশাররফ হোসেন, আব্দুল মালেক ফকির,

কুলিরকান্দা লায়ন্স পাওয়ার স্পোর্টিং ক্লাবের সদস্য মো. রিজভী, আব্দুল মান্নান, মো. ইমরান, মেহেদী, আবির, রাশেদ রোমান, আব্দুল্লাহ আল ফাহিম, হাফিজ, রুবেল, খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.