আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণ কাজ উদ্বোধন করলেন উপদেষ্টা সজিব ভূঁইয়া
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণ কাজের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি স্থানে এর উদ্বোধন করা হয়। জানা যায়, একই সাথে দেশের বিভিন্ন জায়গায় তিনি মোট ৪৪টি পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর একেকটি লাইব্রেরি ভবনটি নির্মাণ করতে ব্যয় হবে ৫৩ লাখ টাকা।

ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন কাজ ভার্চুয়ালি উদ্বোধন করার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তার সাথে আরও বক্তব্য দেন ফুলপুরের কৃতি সন্তান স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করানো হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.