আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দুনিয়ার মত পরকালেও এরকম সুখ-দুঃখ আছে, এটা বিশ্বাস করার নামই ঈমান
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যে সুখ দুঃখ আছে এটা তো সবাই দেখতেছে। এর উপর ঈমান আনার প্রয়োজন নেই। বরং পরকালেও যে এরকম সুখ ও দুঃখ আছে, ওটা দেখা যায় না। ওটাকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান।
দুনিয়াতে যেমন ভালো কাজ করলে সুখ হয়, অন্যায় কাজ করলে দুঃখ কষ্ট হয়; আখেরাতের বেলায়ও এরকম দুই ধরনের ব্যবস্থা থাকবে। ভালো কাজ করলে জান্নাত, সুখ আর সুখ। আর মন্দ কাজ করলে জাহান্নাম, দুঃখ আর দুঃখ। দুঃখ কষ্টের আর সীমা থাকবে না।
এজন্য কুফুরী থেকে, ফাসেকী থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যারা আল্লাহ তায়ালার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তারাই জান্নাতী আর যারা পারবে না, আল্লাহ তায়ালার অবাধ্য হবে তারাই জাহান্নামী হবে।
ঈমানের তাকাজা হলো- আল্লাহ তায়ালার হুকুম মত চলা। তাকওয়ার তাকাজা হলো- আল্লাহ তায়ালার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখা।
যে আল্লাহ তায়ালার হুকুমকে সুন্দর করে পুরা করবে, ইখলাসের সাথে পুরা করবে আল্লাহ তায়ালা তাকে ভালবাসেন। আখলিস দীনাকা ইয়াকফীকাল আমালুল ক্বালীল। এর অর্থ হলো- ইখলাসের সাথে অল্প আমলই যথেষ্ট।
বলা হয় যে, ইখলাস হলো হেদায়াতের চেরাগ। চেরাগ হাতে থাকলে সকল প্রকার ময়লা আবর্জনা দেখা যায় এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য আমরা ইখলাসওয়ালা বনে যাই। ইনশাআল্লাহ সকল ক্ষতি থেকে বাঁচা যাবে এবং সব ফিতনা খতম হয়ে যাবে। আমাদের দীন খালেস আল্লাহর জন্য হয়ে যাবে।
এরকমভাবে ভাই, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। ওয়া মাইয়্যাত্তাক্বিল্লাহ, ইয়াজয়াল্লাহু মাখরাজা। যে তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে আল্লাহ তায়ালা তার জন্য পথ খুলে দেন এবং তাকে এই পরিমাণ দান করেন যা সে কল্পনাও করতো না।
এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মুরুব্বিরা বলেন, প্রত্যেক আমলের ফাজায়েলকে সামনে রাখা। মানুষ যখন কোন জিনিসের ফাজায়েল বা লাভ জানে তখন সে তা হাসিল করতে চায়। আমলের লাভ আমরা জানি না। এজন্যই আমলের প্রতি আমরা মায়েল হই না। এজন্য আমরা রোজানা তালীমে বসবো। মসজিদে তালীম করবো এবং ঘরেও তালীম করবো। আল্লাহ তায়ালা আমাদের জন্য সকল আমল সহজ করে দেওক।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.