আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে আরাফাত জামে মসজিদের কমিটি গঠন, আব্দুল মান্নান সভাপতি, মানিক সম্পাদক
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ৮নং নড়াইল ইউনিয়নের মধ্য নড়াইল গ্রামে আরাফাত জামে মসজিদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মো. আব্দুল মান্নানকে সভাপতি ও মানিককে সাধারণ সম্পাদক করে আজ সোমবার (৯ জুন) বাদ মাগরিব মসজিদে বসে ১৪ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মো. আমজাদ আলী ফকির, সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. আলী আসগর, প্রচার সম্পাদক আব্দুল মালেক, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আশরাফুল আলম নির্বাচিত হলেও তিনি হাফেজ মাওলানা মুনিরুল ইসলামকে এর দায়িত্ব অর্পণ করে দেন।
এছাড়া দাতা সদস্য আশরাফ আলী, কার্যকরী সদস্য আবুল হোসেন, মেহের আলী, রিপন, ইন্নছ আলী ও জাহাঙ্গীর আলম। হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান ফলাফল ঘোষণা করেন।
এর আগে ব্যক্তিগতভাবে পৃথক পৃথক পদে প্রত্যেকের রায় গ্রহণ করেন হাফেজ মাওলানা সাঈদুল ইসলাম, হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান ও মানিক।
২৬ ভোটের মধ্যে ২৪ ভোট পেয়ে সভাপতি, ২২ ভোট পেয়ে সহসভাপতি, ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, ১৩ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক, ৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, ১৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, ৩ ভোট পেয়ে প্রচার সম্পাদক ও ৮ ভোট পেয়ে ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া জমিদাতা হিসেবে আশরাফ আলী ও মৌখিক প্রস্তাব সমর্থনে ৫ কার্যকরী সদস্য নির্বাচিত হন। সমাপনী বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল মান্নান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ আশরাফুল আলম প্রমুখ। সবশেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাঈদুল ইসলাম।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.